নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা আগামী মাসে
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী সুলতান মেলা শুরু হবে ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের ২১ থেকে ১ জানুয়ারি’ ২০১৮ মধ্যে যে কোন দিন শুরু হবে সপ্তাহব্যাপী সুলতান মেলা। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলমগীর সিদ্দীকী প্রমূখ।
শহরের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে মেলার উদ্বোধন, চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্পের উদ্বোধন, চিত্র প্রদর্শনী, লাঠি খেলা, কাবাডি, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ির দৌড়, কুস্তি, দড়ি টানাটানি, আলোচনাসভা, সুলতান পদক প্রদান, শিল্পীর জীবনী নিয়ে আলোচনা। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
প্রসঙ্গত, নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়াঘেরা, পাখির কলকাকলীতে ভরা শহরের মাছিমদিয়া গ্রামে ১৯২৪ সালের ১০ আগস্ট জন্ম গ্রহণ করেন শিল্পী এস এম সুলতান (লাল মিয়া)। পিতা মোঃ মেছের আলি আর মাতা মোছাঃ মাজু বিবি।
কালোত্তীর্ন এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্টীয় ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়।
১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপতালে তিনি মৃত্যুবরণ করেন।