ঢাকা মহানগরীকে ‘সেফনগরী’ হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকা মহানগরীকে ‘সেফনগরী’ হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের অন্যান্য বড় শহরগুলোকেও পর্যায়ক্রমে ‘সেফনগরী’ হিসেবে গড়ে তোলা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানস্থ ওয়েষ্টিন হোটেলে ঢাকা মেট্টোপলিটন পুলিশের উদ্যোগে ৯৬.৪ স্পাইস এফএম রেডিওতে ‘স্পাইস-ডিএমপি ট্রাফিক আপডেট’ সম্প্রচার অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ডিএমপি’র কমিশনার মো: আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোসলেহ্ উদ্দিন আহ্মদ ও ৯৬.৪ স্পাইস এফএম রেডিও সিইও তাসনিম বর্ষা ইসলাম বক্তৃতা করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মফিজউদ্দিন আহমেদ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৯৬.৪ স্পাইস এফএম রেডিও ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে প্রতি ১৫ মিনিট অন্তর সম্প্রচার করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগরীতে চলাচলকারী চালক, যাত্রী ও পথচারী অতি সহজেই গাড়ির রেডিও বা মোবাইল ফোনের মাধ্যমে ১৫ মিনিট পর পর স্পাইস-ডিএমপি ট্রাফিক আপডেটের মাধ্যমে যানজটের পরিস্থিতি জানতে পারবেন।
আইজিপি বলেন, ঢাকা মহানগরীতে ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ৯৬.৪ স্পাইস এফএম রেডিওর মাধ্যমে জানা যাবে। এতে করে নগরবাসী নগরীর যানজট সম্পর্কে পূর্বেই জানতে পারবে এবং এতে চলাচল আরো সহজ হবে।