বাংলাদেশ বইমেলায় যোগ দিতে কলকাতায় গেলেন অর্থমন্ত্রী
৭ম বাংলাদেশ বইমেলা কলকাতা-২০১৭’-এ যোগ দিতে মঙ্গলবার ভারতের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বুধবার কলকাতার রবীন্দ্র সদন সংলগ্ন মোহরকুঞ্জে ৭ম বাংলাদেশ বইমেলা কলকাতা ২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এ মেলার আয়োজন করেছে।
বাংলাদেশের লেখক ও তাদের রচিত বই-পুস্তক পশ্চিমবঙ্গের পাঠকদের কাছে উপস্থানের লক্ষ্যে ২০১১ সালে বাংলাদেশ বইমেলা কলকাতা যাত্রা শুরু করে।
এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় ৫০টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে এবং এটি ২৩ নভেম্বর পর্যন্ত চলবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১৬ নভেম্বর দেশে ফিরবেন।