৭ মার্চের ভাষণে অন্ধকার খুঁড়ে জেগে উঠেছিল আলোর ফুয়ারা’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান) সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর একটি আঙুলের নির্দেশে স্থির হয়েছিলেন। তার ভাষণে অন্ধকার খুঁড়ে জেগে উঠেছিল আলোর ফুয়ারা।
ওই ভাষণ যুগে যুগে সারাবিশ্বের মানুষকে অনুপ্রাণিত করবে।
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক কমিটি আয়োজিত সমাবেশে শনিবার বিকেলে স্বাগত বক্তব্যে এসব কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যতোদিন পাকিস্তানিরা যুদ্ধ চাপিয়ে না দেয়, ততোদিন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে গেছেন বঙ্গবন্ধু। তার এই ভাষণ শোষিত মানুষের, গণতন্ত্রকামী মানুষের এবং মানবাধিকারের পক্ষের। দেশে দেশে যুগে যুগে এই ভাষণ মানুষকে অনুপ্রাণিত করবে।