বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিং-এ চিটাগং

ঢাকার বিপক্ষে টস জিতে ব্যাটিং-এ চিটাগং 

2017-11-27_5_906156

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে চট্টগ্রাম পর্বের পঞ্চম ও টুর্নামেন্টের ২৯তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক চিটাগং ভাইকিংস।
এবারের আসরে লিগ পর্বে নিজেদের নবম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা। আগের ৮ খেলায় ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে সাকিব আল হাসানের ঢাকা।
অপরদিকে, ৮ খেলায় ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সৌম্য-তাসকিনের চিটাগং।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), সুনীল নারাইন, এভিন লুইস, জো ডেনলি, জহিরুল ইসলাম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ক্যামেরন ডেলপোর্ট, শহিদ আফ্রিদি, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ শহিদ ও আবু হায়দার।
চিটাগং ভাইকিংস একাদশ : লুক রঞ্চি (অধিনায়ক), সৌম্য সরকার, আনামুল হক (উইকেটরক্ষক), ভ্যান জাইল, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, তানভির হায়দার, আল-আমিন, রায়াদ ইমরিত, সানজামুল ইসলাম ও তাসকিন আহমেদ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone