পিলখানা ট্র্যাজেডি; ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল
পিলখানায় বিডিআর বিদ্রোহে (বর্তমানে বিজিবি) ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার দায়ে আপিলের রায়ে ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ ছাড়া যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে।
আর ১৯৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এবং খালাস পেয়েছেন ২৯ জন।
সোমবার বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
Posted in: জাতীয়