আজকের খেলা চিটাগং-সিলেট, রংপুর-খুলনা
জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। পয়েন্ট টেবিলে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আসরের ৩৭তম ম্যাচে আজ রবিবার বেলা ১টায় চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে সিলেট সিক্সার্স। আর দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটানস।
কোয়ালিফায়ারে জায়গা করে নিতে হলে চিটাগংয়ের বিপক্ষে জিততেই হবে নাসির হোসেনের নেতৃত্বাধীন সিলেটকে। ১০ ম্যাচে মাত্র তিন জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে সিলেট। রংপুর এবং সিলেট দুই দলেরই বাকী রয়েছে দুটি করে ম্যাচ। রাজশাহীর বাকী এক ম্যাচ। সিলেট বাকী ম্যাচগুলো জিতলে এবং রংপুর ও রাজশাহী হারলে কোয়ালিফাই করবে তারা।
অন্যদিকে, রংপুরের জন্য হিসেবটা বেশ সহজ সহজ। দুই ম্যাচ থেকে তাদের দরকার দুই পয়েন্ট।
খুলনার বিপক্ষে আজ জিতলেই শেষ চারে পৌঁছে যাবে মাশরাফির দল।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে তামিম ইকবালের কুমিল্লা। ১১ ম্যাচে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা। তৃতীয় স্থানে রয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা। ১০ ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।