মাশরাফির সামনে রেকর্ডের হাতছানি
ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে রবিবার মাঠে নামবে রংপুর রাইডার্স। বাঁচা-মরার এই ম্যাচে মাইলফলকের হাতছানি রংপুরের অধিনায়ক মাশরাফি মুর্তজার সামনে। তিনি এখন পর্যন্ত বিপিএলে ৫৮ ম্যাচ খেলেছেন। উইকেট শিকার করেছেন ৪৯টি। আর মাত্র একটি উইকেট পেলেই এই ক্লাবে নাম লেখাবেন তিনি।
সর্বপ্রথম বিপিএলে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন কেভন কুপার। এরপর সাকিব আল হাসানও এই অর্জনে নিজের নাম লেখান। আগের চার আসরে এই দুটিই ছিল কোন বোলারের পক্ষে ৫০ উইকেট শিকারের মাইলফলক। এবারের আসরে তৃতীয় বোলার হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোহাম্মদ নবী ও চতুর্থ বোলার হিসেবে শফিউল ইসলাম নাম লেখান এ ক্লাবে।
বিপিএলে এখন সর্বাধিক উইকেট শিকার করা বোলারদের শীর্ষে অবস্থান সাকিবের। তার সংগ্রহে রয়েছে মোট ৮২টি উইকেট।
এরপরেই রয়েছেন ৬৩ উইকেট নিয়ে কুপার। আর নবীকে ছাপিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ওঠে এসেছেন শফিউল ইসলাম মোট ৫৪ উইকেট নিয়ে। চতুর্থ অবস্থানে আছেন নবী ৫০ উইকেট নিয়ে। মাইলফলক স্পর্শের দিন একই সাথে নবীকে পেছনে ফেলে চতুর্থস্থানে ওঠে আসার সুযোগ আছে মাশরাফির।