দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি অনেকখানি দুর্বল হয়ে পড়েছে। তবে এর প্রভাবে আজ সোমবারও দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সারাদেশের আকাশ দিনের অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। মঙ্গলবার সূর্যের দেখা মিলতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশে অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।