পার্থে দাপুটে জয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ পুনরুদ্ধার
পার্থে সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিন ২১৮ রানেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ইনিংস ও ৪১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে পাঁচ টেস্টের সিরিজের পরপর তিনটিতে জয় পেয়ে অ্যাশেজ পুনরুদ্ধার করে নিল অসিরা।
শেষদিন বৃষ্টির জন্য দীর্ঘক্ষণ বন্ধ ছিল খেলা। আশঙ্কা তৈরি হয়েছিল, অসিদের জয়ের পথে বাধা না হয়ে দাঁড়ায় বৃষ্টি। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল ১৩২ রান ৪ উইকেট হারিয়ে। ইংল্যান্ড শেষ পর্যন্ত থামল ২১৮ রানেই। জেমস ভিনস (৫৫) ও ডেভিড মালান (৫৪) ছাড়া বাকি ইংলিশ ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
অজিদের পক্ষে জোস হ্যাজলেউড নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে ৮ উইকেট তার। প্যাট কামিন্স ও নাথান লায়ন ২টি করে উইকেট পেয়েছেন।
স্টার্কের দখলে ১টি উইকেট।
ইংল্যান্ডের ৪০৩ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেটে ৬৬২ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্টিভেন স্মিথ করেন ২৩৯ রান। মিচেল মার্শ করেন ১৮১ রান। জবাবে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ২১৮ রানে।
এখনও দুটি টেস্ট বাকি। হোয়াইটওয়াশের আতঙ্ক তাড়া করছে ইংল্যান্ড শিবিরকে। অস্ট্রেলিয়াকে থামানোর কোনও অস্ত্রই বের করতে পারেনি তারা। ৩৩ বার অ্যাশেজ জিতল অস্ট্রেলিয়া। ৩২ বার পেয়েছে ইংল্যান্ড।