রাশিয়া ও চীনকে নিরাপত্তার জন্য হুমকি মনে করেন ট্রাম্প
রাশিয়া এবং চীনকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসের প্রকাশ করা একটি রূপরেখায় রাশিয়া ও চীনকে লক্ষ্য করে ট্রাম্প বলেছেন, তারা তাদের অর্থনীতিকে স্বচ্ছ ও মুক্ত করতে চান না। তারা সামরিক প্রভাব বাড়াতে চান। প্রভাব বাড়াতে তারা সমাজে মানুষের ওপর নিপীড়ন চালান এবং তথ্যের অবাধ প্রবাহে বাধার সৃষ্টি করেন।
বিশ্বে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে এই দুই দেশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি।
Posted in: আর্ন্তজাতিক