আদালতের পথে খালেদা, সতর্ক পুলিশ
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য আদালতের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার ১১টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর বকশিবাজার আলিয়া মাদরাসা মাঠের বিশেষ আদালতের উদ্দেশে রওয়ানা হন তিনি।
এদিকে খালেদা জিয়ার আদালতে যাওয়াকে কেন্দ্র করে সড়কজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। সম্প্রতি খালেদা জিয়ার আসা-যাওয়ার পথে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা মাথায় রেখেই পুলিশ সদস্যদের মধ্যে বাড়তি সতর্কাবস্থা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ২০১০ সালের ০৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ০৩ জুলাই দুদক রমনা থানায় মামলা করে। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এই মামলায়।