‘থার্টি ফার্স্টে নাইটে’ উন্মুক্ত স্থানে গান-বাজনা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
থার্টি ফার্স্ট (৩১ ডিসেম্বর) নাইটে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশ, গান-বাজনা-অনুষ্ঠান করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা কিছু হবে সব ঘরের মধ্যে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পুলিশ কনভেনশন সেন্টারে ঢাকা মেট্রোপলিটন শুটিং ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর সব বার বন্ধ থাকবে। এদিন যেন কোথাও মাদক দ্রব্যের ব্যবহার না হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।