ওষুধকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা প্রধানমন্ত্রীর
কাঁচামালসহ ওষুধকে ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা মুন্সিগঞ্জে ওষুধের কাঁচামালের প্লান্ট স্থাপন করছি। এই প্রোডাক্ট বিদেশে রপ্তানি হয় এবং তা দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। তাই আমি ২০১৮ সালকে কাঁচামালসহ ওষুধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করছি।
এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণে নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যেতে হবে। আমাদের পণ্যের প্রসার করতে হবে। নতুন নতুন পণ্য উৎপাদসের পাশাপাশি রফতানিও বাড়াতে হবে। পাশাপাশি কোন কোন দেশে বাজার আছে তাও খুঁজে বের করতে হবে। তবেই এগিয়ে যাবে আমাদের ব্যবসা-বাণিজ্য।