বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » যুব বিশ্বকাপ : ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের যুবারা

যুব বিশ্বকাপ : ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষায় বাংলাদেশের যুবারা 

2018-01-17_5_677080

আইসিসি অনুর্ধ-১৯ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। প্রথম দুই ম্যাচে দুর্বল নামিবিয়া ও কানাডার বিপক্ষে সহজ জয় পাওয়া বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে আত্ম বিশ্বাসী ইংলিশদের বিপক্ষে। প্রথম দুই ম্যাচে জয় পেয়ে বি’ গ্রপের শীর্ষে থাকা বাংলাদেশী যুবারা ইংলিশদের বিপক্ষে জয় পেয়ে পরের রাউন্ডে নিজেদের স্থান অক্ষুন্ন রাখতে চায়। পক্ষান্তরে এ ম্যাচ জয় পেয়ে গ্রপের শীর্ষে থেকে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করতে চায় ইংল্যান্ড।
টুর্নামেন্টে এ পর্যন্ত নিজেদর প্রমান করতে সক্ষম হয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। যাদের মধ্যে চার জনই পঞ্চাশের বেশি রান পেয়েছেন। টুর্নামেন্টে এ পর্যন্ত শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আছেন পিনাক ঘোষ। এ ম্যাচেও তার কাছ থেকে বড় রান আশা করছে বাংলাদেশ। শীর্ষ ব্যাটসম্যানদের নৈপুণ্যেই বাংলাদেশ গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্বে নিশ্চিত করতে চায়। ব্যাটসম্যানদের পাশাপাশি হাসান মাহমুদ, কাজি অনিক এবং আফিফ হোসেনের মত বোলাররাও ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন।
আয়ারল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচের ফর্ম অব্যাহত রাখতে চাইবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং জ্যাক উইল। নামিবিয়িার বিপক্ষে জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়ে দুজনেই বড় স্কোর করেছেন। বল হাতে ভাল করেছেন টম শ্রীভেন ও লুক হলম্যান। এ ম্যাচ জিতে বাংলাদেশের জয় রথ থামাতে চাইবে ইংল্যান্ড।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone