চিকিৎসার জন্য সিঙ্গাপুরে আইভী
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। আজ সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি রওনা হন। তার সঙ্গে রয়েছেন ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপন ও বড় ছেলে সীমান্ত।
বিষয়টি নিশ্চিত করেছে মেয়র আইভীর ছোট ভাই মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল।
জানা যায়, গত ১৮ই জানুয়ারি অসুস্থ হয়ে মেয়র আইভী ঢাকার ল্যাবএইড হাসাপাতালে ভর্তি হন। সেখানে ৫দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের গিয়ে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন।