‘বিএনপি দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে’
বিএনপি দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিগত নয় বছরে নয় মিনিটও বিএনপির আন্দোলন টিকেনি। আন্দোলনের ডাক দিয়ে তারা ঘরে বসে থাকে। খালেদা জিয়া জেলে যাওয়ার পর দেশের জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয়নি। তাই বিএনপি এখন দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে নালিশ করছে। আজ দুপুরে ধামরাইয়ের চৌহাটে বংশী নদীর উপর নবনির্মিত সেতু উদ্বোধন শেষে এক জনসভায় তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ক্ষমতা চিরদিন থাকবে না। নির্বাচন এলে বসন্তের অতিথি হয়ে আসলে তাদের কেউ আশ্রয় দেবে না। আমাদের দেশে গণতন্ত্র কায়েম করতে হবে। তিনি আরো বলেন, আমরা অন্যায় করলে দেশের জনগণের কাছে নালিশ করতে পারে বিরোধী দল। কিন্তু বিদেশিদের কাছে তারা নালিশ করছে। তারা কি আমাদের দেশের গণগন্ত্র এনে দিতে পারবে?