সৌদি রাজপুত্র আব্দুলাজিজ বিন বন্দরের মৃত্
সৌদি রাজপুত্র আব্দুলাজিজ বিন বন্দর বিন মোহাম্মদ বিন আব্দুলাজিজ বিন আল সৌদ মারা গেছেন। বুধবার তার মৃত্যুর খবর প্রকাশ করেছে সৌদির রাজ আদালত।
বৃহস্পতিবার রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসরের নামাজের পর মৃতের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হবে। সূত্র: খালিজ টাইমস
Posted in: আর্ন্তজাতিক