টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তামিম
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে খেলছেন মুশফিকুর রহীম। তবে খেলতে পারছেন না তামিম ইকবাল। বিকাল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এক ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান করেছে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের হয়ে আজকে অভিষেক হতে যাচ্ছে চার ক্রিকেটারের। এরা হলেন জাকির হাসান, নাজমুল হোসেন, আরিফুল হক, আফিফ হোসেন। বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, জাকির হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহীম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাইফুদ্দিন, আরিফুল হক, নাজমুল ইসলাম,. মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।