বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্ব একাদশের সাথে প্রদর্শনী ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ

বিশ্ব একাদশের সাথে প্রদর্শনী ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ 

West-Indies2গেল সেপ্টেম্বরে হ্যারিকেন ইরমা এবং মারিয়ার আঘাতে ওয়েস্ট ইন্ডিজের ডোমিনিকা ও আঙ্গুইলার ক্রিকেট ভেন্যুর বড় ধরনের ক্ষতি হয়। ওই ভেন্যুর পুনঃপ্রতিষ্ঠার জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে চলতি বছরের ৩১ মে লর্ডসে একটি টি-২০ ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্বসেরা একাদশ। এটি আন্তর্জতিক ম্যাচ হিসেবেই বিবেচিত হবে। আর এ ম্যাচটি সরাসরি ব্রডকাস্ট করবে স্কাই স্পোর্টস চ্যানেল।

এ ব্যাপারে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রাভস বলেন, ‘হ্যারিকেনের আঘাতে ওয়েস্ট ইন্ডিজের দু’টি ভেন্যুতে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। আমরা ওই দু’টি ভেন্যুর জন্য ও পূর্ব ক্যারিবীয়নদের বেশ কিছু জনসাধারণের জন্য তহবিল সংগ্রহ করতে চাই। এজন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সাথে আলাপ-আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone