বার্সেলোনার হয়ে খেলতে চান ডি মারিয়া!
এক সময়ের প্রবল প্রতিপক্ষ বার্সেলোনার হয়ে খেলতে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
দীর্ঘ চার বছর সান্তিয়াগো বার্নব্যুতে কাটিয়েছেন আজেন্টাইন উইঙ্গার। ক্লাবের হয়ে লা লীগা ও চ্যাম্পিয়ন্স লীগসহ আরও অনেক শিরোপা জয় করেছেন তিনি। ২০১৫ সালে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডেও কাটিয়েছেন আর্জেন্টাইন এই আন্তর্জাতিক তারকা।
রিয়াল মাদ্রিদের ইতিহাসে যুক্ত থাকার পরও ২৯ বছর বয়সী এই ফুটবল তারকা বলেছেন, সুযোগ পেলে বার্সেলোনার জন্য খেলতে চাই।
তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার পর তাদের সঙ্গে আমার সব ধরনের সম্পর্কও চুকে গেছে। সত্যিকার অর্থে বার্সেলোনার হয়ে খেলতে আমার কোনো সমস্যা নেই।’