৪২ বছর পরও প্রথম প্রেমকে মনে রেখেছেন আমির!
সফল হোক কিংবা ব্যর্থ, প্রথম ভালোবাসার কথা কখনোই ভোলা যায় না। আমির খানের ক্ষেত্রেও তা সত্য। বলিউডের মিস্টার প্যাশনেট এখনো মনে রেখেছেন সেই ভালোবাসাকে। ৪২ বছর আগে যেটি নেশা ধরিয়ে দিয়েছিল আমির খানের মনে।
এবারের ভালোবাসা দিবসে আমির মুখ খুলেছেন কৈশোরের সেই ভালোবাসা নিয়ে। যাকে আমির আখ্যা দিয়েছেন নিজের জীবনের ‘পেহলা নেশা’ হিসেবে। আমিরের বয়স তখন মোটে ১০। টেনিস শিখতে গিয়েই সাক্ষাৎ মিলেছিল প্রথম সেই ভালোবাসার সঙ্গে।
আমিরের প্রথম সেই ভালোবাসা সফল হয়নি। নানা ঘাঁটের পানি খেয়ে টেনিস ছেড়ে অামির এখনো অভিনয়কে পেশা-নেশা হিসেবে নিয়েছেন। বর্তমানে কিরণ রাওয়ের সঙ্গে সুখেই ঘর করছেন। তাই ভালোবাসায় ব্যর্থদের সমবেদনা জানিয়েছেন আমির। জানিয়েছেন প্রথম ভালোবাসা সফল না হলেও টেনিসটা ভালোই শেখা হয়েছিল! আর জীবনও থেমে থাকেনি