হামলাকারীরা ধর্মান্ধ: প্রধানমন্ত্রী
বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীরা ধর্মান্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বিকাল ৫টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে প্রকাশ্যে জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর নামের যুবক। হামলাকারী যুবকের ছুরিকাঘাতে ইবরাহিম নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় আনা হয় ড. মুহম্মদ জাফর ইকবালকে।
প্রধানমন্ত্রী বলেন, হামলাকারীরা সাধারণ মানুষকে হত্যা করে বেহেশত পেতে চায়। কিন্তু তারা বেহেশত নয়, দোজখের আগুনে পুড়বে। কারণ মানুষ খুন করে কেউ বেহেশতে যেতে পারে না।