যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে ফিরে যাক’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-সহকারী লিসা কার্টিস জানিয়েছেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ বাসভূম রাখাইনে ফেরাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এক সঙ্গে কাজ করছে।
রবিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় রোহিঙ্গারা নিরাপদে ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যাক। রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে, তাদেরেই এর সমাধান বের করতে হবে।
এসময় কার্টিস আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটি সঠিক সমাধান খুঁজে বের করার কাজ করে যাচ্ছে।
এর আগে শুক্রবার তিনদিনের সফরে ঢাকায় আসেন লিসা কার্টিস।