বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপের আগে জার্মানীকে হারিয়ে ব্রাজিলের স্বস্তিদায়ক জয়

বিশ্বকাপের আগে জার্মানীকে হারিয়ে ব্রাজিলের স্বস্তিদায়ক জয় 

2018-03-28_5_536858

2018-03-28_5_536858

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে বার্লিনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীকে ১-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসের গোলে ব্রাজিলের জয় নিশ্চিত হয়। এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার দু:সহ স্মৃতি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছে সেলেসাওরা, যা রাশিয়া বিশ্বকাপে দারুন সহায়ক হবে।
জেসুসের প্রথমার্ধের গোলে বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৭২ হাজার ৭১৭ জন শক্তিশালী জার্মান সমর্থক কিছুটা হলেও হতাশ হয়েছে। ২০১৬ সালের ইউরোর সেমিফাইনালে স্বাগতিক ফ্রান্সের কাছে পরাজিত হবার ২২ ম্যাচ পরে জার্মানরা হারের তিক্ত স্বাদ পেল। এদিকে অধিনায়ক জেরম বোয়াটেং গোঁড়ালির ইনজুরিতে পড়ে ৬৮ মিনিটে মাঠ ত্যাগ করতে বাধ্য হলে বিশ্বকাপের আগে দলের রক্ষনভাগ নিয়ে দু:শ্চিন্তায় পড়েছেন জার্মান কোচ জোয়াকিম লো। ব্রাজিলের কোচ তিতের জন্য অবশ্য ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল। জার্মানীর কাছে ঘরের মাঠের হতাশাজনক পারফরমেন্সকে পিছনে ফেলে তিতে এখনো দলকে পুনর্জীবিত করার কাজই করে চলেছেন।
ম্যাচ শেষে ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা বলেছেন, ‘এটা কিছুটা হলেও আমাদের অস্তিত্বের লড়াই ছিল। এই জার্সিটা মনে হয় আরো কিছুটা শ্রদ্ধা আশা করতেই পারে। এ কারনেই বড় একটি প্রতিপক্ষের বিপক্ষে জয়ী হয়ে আমি একটু বেশী আবেগী হয়ে গিয়েছিলাম।’
বর্তমান চ্যাম্পিয়ন জার্মানী এই নিয়ে শেষ চারটি ম্যাচে জয়বীহিন থাকলো। আগের তিন ম্যাচে ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের বিপক্ষে তারা ড্র করেছিল। লো বলেছেন, ‘এটা প্রত্যাশিত ছিল যে ব্রাজিল তাদের সেরা দল নিয়েই মাঠে নামবে। তারা সত্যিকার অর্থেই বেশ উজ্জীবিত ছিল। আজকের দিনটা আমাদের ছিলনা। আমরা অনেক ভুল করেছি যে কারনে ব্রাজিল নিজেদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আমাদের দলে বেশ কয়েকজন তরুন খেলেছে, যারা এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছে। কিন্তু অন্যদিক থেকে বললে আমাদের শারিরীক ভাষা সঠিক ছিলনা।’
স্পেনের সাথে শুক্রবার ১-১ গোলে ড্র করা ম্যাচটি থেকে সাতটি পরিবর্তন করে দল সাজিয়েছিলেন লো। থমাস মুলার ও মেসুত ওজিল বিশ্রামে ছিলেন। চার বছর আগে ব্রাজিলকে বিধ্বস্ত করা দলটি থেকে শুধুমাত্র বোয়াটেং ও টনি ক্রুস কাল মাঠে ছিলেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ক্রুস বলেছেন, আজকের ম্যাচে কিছু খেলোয়াড়ের সামনে সুযোগ ছিল নিজেদের প্রমানের। কিন্তু তারা ম্যাচের আবহ বুঝতে পারেনি। এটা দু:শ্চিন্তার।
এদিকে পায়ের ইনজুরির কারনে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখনো দলের বাইরে রয়েছে। হেড কোচ তিতে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি থেকে শুধুমাত্র ডগলাস কস্তার স্থানে ফার্নান্দিনহোকে নামিয়েছিলেন। পিঠের ইনজুরির কারনে সামি খেদিরা বাদ পড়লে স্বাগতিকদের নেতৃত্বে ছিলেন বোয়াটেং। ম্যাচের শুরুতে বোয়াটেংই ব্রাজিলের প্রথম সুযোগটি রুখে দেন। পলিনহোর আক্রমন দারুনভাবে আটকে দিয়ে ১৫ মিনিটে ব্রাজিলকে এগিয়ে যেতে দেননি জার্মান অধিনায়ক। তবে ৩৮ মিনিটে উইলিয়ানের সহায়তায় ২০ বছর বয়সী জেসুস জার্মান গোলরক্ষক কেভিন ট্র্যাপকে পরাস্ত করলে ব্রাজিল এগিয়ে যায়। বিরতির পরে পলিনহো ও উইলিয়ান দলের পক্ষে দুটি সুযোগ নষ্ট করেন। শেষ ১০ মিনিটে ইকে গুনডোগানের স্থানে আরবি লিপজিগের ফরোয়ার্ড টিমো ওয়ার্নারকে মাঠে নামিয়েও কোন ফল পাননি লো।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone