বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » বাজেট অধিবেশন ৫ জুন

বাজেট অধিবেশন ৫ জুন 

141727_bangladesh_pratidin_parliamentদশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে।

এটি চলতি সংসদের ২১তম অধিবেশন। ৭ জুন এই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করবেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এই অধিবেশনের মেয়াদ, বাজেটের ওপর কতঘণ্টা আলোচনা হবে, প্রশ্নোত্তর ও বিলের ওপর কতকর্ম ঘণ্টা সময় দেওয়া হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone