বাজেট অধিবেশন ৫ জুন
দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৫ জুন। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় এ তথ্য জানিয়েছে।
এটি চলতি সংসদের ২১তম অধিবেশন। ৭ জুন এই অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেট পেশ করবেন। অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এই অধিবেশনের মেয়াদ, বাজেটের ওপর কতঘণ্টা আলোচনা হবে, প্রশ্নোত্তর ও বিলের ওপর কতকর্ম ঘণ্টা সময় দেওয়া হবে ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত হবে।
Posted in: জাতীয়