বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রাশিয়ায় নতুন সরকার গঠন করলেন পুতিন

রাশিয়ায় নতুন সরকার গঠন করলেন পুতিন 

December 26, 2017 - Moscow Region, Russia - Russia's president VLADIMIR PUTIN at an informal summit of CIS heads of state at the Novo Ogaryovo residence. (Credit Image: © Sharifulin Valery/TASS via ZUMA Press)

স্কো, ২১ জানুয়ারি, ২০২০ : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বহাল রেখে নতুন সরকার গঠন করেছেন।
ক্রেমলিন প্রকাশিত নতুন তালিকায় নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সের্গেই শোইগু নিযুক্ত হয়েছেন।
পুতিনের দীর্ঘদিনের সহযোগী দিমিত্রি মেদভেদ গত বুধবার প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন। এর কয়েক ঘন্টা আগে পুতিন সংবিধানে বেশ কিছু পরিবর্তনের ঘোষণা দেন।
দিমিত্রি মেদভেদের পদত্যাগের পর দিন রাশিয়ার কর বিভাগের প্রধান মিখাইল মিশুস্তিন তদস্থলে বহাল হন।
টেলিভিশনে প্রচারিত এক সভায় মন্ত্রীপরিষদের নতুন মন্ত্রীদের উদ্দেশ্যে পুতিন বলেন, ‘আমি আন্তরিকভাবে আপনাদের সাফল্য কামনা করি। এতে সারা দেশের স্বার্থ জড়িত।’
অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ এবং জ্বালানী মন্ত্রী আলেক্সান্ডার নোভাক তাদের পদে বহাল রয়েছেন। তবে সামাজিক রীতি নিয়ে কাজ করা অনেক মন্ত্রীই পদত্যাগ করেছেন।
তবে গত সপ্তাহে পুতিনের এমন ঘোষণা রাশিয়ার রাজনৈতিক মহলে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।
সমালোচকরা বলেছেন, নিজের ক্ষমতায় থাকার মেয়াদ বাড়াতেই সংবিধান পরিবর্তন করার উদ্যোগ নিয়েছেন পুতিন। ২০২৪ সালে পুতিনের ক্ষমতায় থাকার বর্তমান মেয়াদ শেষ হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone