বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ১৫ রান কম হয়েছে মনে করেন মাহমুদুল্লাহ

১৫ রান কম হয়েছে মনে করেন মাহমুদুল্লাহ 

100136Bangladesh_Pakistan_match_k

করাচি, ২৪ জানুয়ারি ২০২০ : মন্থর গতিতে ভালো শুরুর পরও হার দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু করলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারে টাইগাররা। তবে এই হারের পেছনে ব্যাটিংএ অন্তত ১৫ রান কম হওয়াকে দুষছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন, ‘ব্যাটিংএ আমরা অন্তত ১৫ রান কম করেছি। তবে আমাদের বোলাররা ভালো করেছে। বিপ্লব ও অন্য পেসাররা ভালো বল করেছে। ফিল্ডিংয়ে বাড়তি বাউন্ডারি উপহার দিয়েছি। কয়েকটা রান আউট ও ক্যাচের সুযোগ নষ্ট করেছি। মাঠে আরও ভালো করতে হবে।’
উইকেট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘উইকেট ছিল অবাক করার মতো এবং বল যত পুরনো হয়েছে শট খেলা তত কঠিন হয়েছে। তবে লড়াইটা ভালোই হয়েছে।’
পাকিস্তানের আতিথেয়তা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মাহমুদুল্লাহ, ‘পাকিস্তানের আতিথেয়তা সবসময়ই ভালো। আমরা এখন পরের ম্যাচের অপেক্ষায় আছি।’
টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। জবাবে শেষ ওভারে জয় পায় পাকিস্তান। ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলে পাকিস্তানের জয়ের নায়ক সাবেক অধিনায়ক শোয়েব মালিক। তিনি বলেন, ‘শুরু থেকে আমি যেটা দেখেছি নতুন বলে খেলা যচ্ছিল। তবে পুরনো বলে খেলা কঠিনই ছিলো। কৃতিত্ব বোলারদের দিতে হবে। তাদের ভালো শুরুর পরও বোলাররা বাংলাদেশকে অল্প রানে আটকে রাখে। ফিল্ডিংও ভালো হয়েছে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone