এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতল পাকিস্তান
লাহৌর: এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নিল পাকিস্তান। গতকাল প্রথম ম্যাচ পাঁচ উইকেটে জেতার পর আজ দ্বিতীয় টি-২০ ম্যাচ ৯ উইকেটে জিতে গেল পাকিস্তান। জয়ের নায়ক অধিনায়ক বাবর আজম (৬৬ অপরাজিত) ও মহম্মদ হাফিজ (৬৭ অপরাজিত)। বাংলাদেশের হয়ে একা লড়াই করেন অভিজ্ঞ বাঁ হাতি ওপেনার তামিম ইকবাল (৬৫)। তবে তাঁর দুরন্ত ইনিংস কাজে লাগল না। সোমবার সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি নিয়মরক্ষার হয়ে গেল।
এবারের পাকিস্তান সফরে তিনটি টি-২০ ম্যাচ, একটি একদিনের ম্যাচ ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টি-২০ সিরিজ হেরে সফরের শুরুটা ভাল হল না মাহমুদুল্লাহর দলের।
Posted in: খেলা