ইরানের যাত্রীবাহী বিমানের রানওয়ে অতিক্রম করে মহাসড়কে অবতরণ
ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলে বন্দর-ই মাশাহর নগরীতে একটি যাত্রীবাহী বিমান সোমবার অবতরণকালে রানওয়ে অতিক্রম করে পার্শ্ববর্তী এক মহাসড়কে অবতরণ করে, তবে এতে কেউ হতাহত হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।
খুজেস্তান প্রদেশের এভিয়েশন কর্তৃপক্ষ প্রধানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়, ‘মাশাহর বিমানবন্দরে অবতরণকালে পাইলট বেশি বিলম্ব করে ফেলায় রানওয়ে স্পর্শ করতে ব্যর্থ হয়।’
মোহাম্মাদরেজা রেজাইয়ে বলেন, ‘এতে করে বিমানটি বিমানবন্দরের পার্শ্ববর্তী মহাসড়কে গিয়ে থামে।’
ইরানের কাস্পিয়ান এয়ারলাইনের দি ম্যাকডোনেল ডগলাস জেট বিমানটি ১৩৫ জন যাত্রী এবং বিমান ক্রুদের নিয়ে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করেছিল।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আরোহীরা প্রত্যেকেই নিরাপদ রয়েছে।