বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » মাঠে গড়ায়নি বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ

মাঠে গড়ায়নি বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ 

image-149947

বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০। অবিরাম বৃষ্টির প্রভাবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
প্রথম দুই ম্যাচের মত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই হবার কথা ছিলো তৃতীয় ও শেষ টি-২০। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০মিনিটে টস ও দুপুর ৩টায় মাঠের লড়াই শুরুর কথা ছিলো। কিন্তু অবিরাম বৃষ্টির কারনে টস ছাড়াই শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলো। ২-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতে নিলো স্বাগতিক পাকিস্তান।
প্রথম টি-২০ ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে জয় পায় পাকিস্তান। ২-০ ব্যবধানে সিরিজ জয়ে টি-২০ র‌্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো পাকিস্তান। আর সিরিজ হেরে র‌্যাংকিংয়ে নিজেদের নবমস্থান ধরে রাখলো বাংলাদেশ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone