আসছে ভাঁজযোগ্য নকিয়া ফোন
সহজে ভাঁজ করে ব্যবহার করা যায়, এমন স্মার্টফোন তৈরির দৌড়ে এবার যুক্ত হচ্ছে নকিয়ার নাম। ফিনল্যান্ডের এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের ভাঁজ করা বা ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করবে শিগগিরই। এর আগে স্যামসাং, হুয়াওয়ে ও মটোরোলা এ ধরনের ফোন তৈরি করেছে।
Posted in: প্রযুক্তি