নারায়ণগঞ্জের উন্নয়নে সহায়তা করবে জাপানের নারোতা সিটি : তাজুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাপানের নারোতা সিটি নারায়ণগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ও মানবসম্পদের উন্নয়নে সহায়তা দান করবে।
তিনি বলেন, নারায়ণগঞ্জে জাপানের বিনিয়োগ রয়েছে। ভবিষ্যতে তারা আরো বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
তাজুল আরো বলেন, মানবসম্পদ খাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দানের পাশাপাশি জাপান বাংলাদেশ থেকে কর্মী নিতেও আগ্রহ প্রকাশ করেছে।
তাজুল ইসলাম আজ বিকেলে সচিবালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জাপানের নারোতা সিটির সঙ্গে ফ্রেন্ডশিপ সিটি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে এ কথা বলেন।
নারায়ণগঞ্জের সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারোতো সিটির মেয়র মিচিহিকো ইজোমি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন, ঢাকায় জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিরোইয়োকি ইয়ামাইয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ খাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে সহায়তা করবে জাপানের নারোতো সিটি।
ফ্রেন্ডশিপ সিটি বা সিস্টার সিটি ধারণা জাপানে বেশ জনপ্রিয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক শহরের সাথে জাপানের বিভিন্ন শহরের এ রকম সিস্টার সিটি সমঝোতা চুক্তি রয়েছে।