চীনে নতুন ভাইরাসে ৫৯৭৪ জন আক্রান্ত
চীনে ছড়িয়ে পড়া নতুন ভাইরাসে আক্রান্তের সংখ্যা বুধবার বেড়ে ৫ হাজার ৯৭৪ জনে দাঁড়িয়েছে। আর এ সংখ্যা সার্স ভাইরাসে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে গেল। ২০০২ ও ২০০৩ সালে দেশটির মূল ভূখন্ডে এ ভাইরাস ছড়িয়ে পড়েছিল। খবর এএফপি’র।
বুধবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রতিবেদনে আরো ১ হাজার ৪শ’ জনের বেশি নতুন ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। তাদের প্রতিবেদনে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে বলেও জানানো হয়।
চীনের মূল ভূখন্ডে সার্স ভাইরাসে মোট ৫ হাজার ৩২৭ জন আক্রান্ত হয়েছিল।
তখন ওই ভাইরাসে বিশ্বব্যাপী ৭৭০ জনের বেশি লোকের মৃত্যু হয়। এদের মধ্যে ৩৪৯ জনই চীনের মূল ভূখন্ডের নাগরিক।
সার্স ভাইরাস নিয়ন্ত্রণে চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছিল তার তুলনায় নতুন ভাইরাস মোকাবেলায় তারা আরো অনেক জোরালো পদক্ষেপ গ্রহণ করায় বিশেষজ্ঞরা বেইজিংয়ের প্রশংসা করছে।
উল্লেখ্য, জাপান ও যুক্তরাষ্ট্র নতুন ভাইরাস ছড়িয়ে পড়া উহান নগরী থেকে তাদের দেশের নাগরিকদের বুধবার সরিয়ে নিয়েছে।