বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » আমরা এর চাইতেও ভালো দল : মাহমুদুল্লাহ

আমরা এর চাইতেও ভালো দল : মাহমুদুল্লাহ 

100136Bangladesh_Pakistan_match_k

পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজ হারলেও, নিজের দলকে এর চাইতেও ভালো বলছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল লাহোরে বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-২০টি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। প্রথম দুই ম্যাচে জয় পায় পাকিস্তান। ফলে ২-০ ব্যবধানে টি-২০ সিরিজ হারে বাংলাদেশ। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হবার পর পুরস্কার বিবতরনী শেষে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তানে প্রথম দফার সফরের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি বলেন, ‘পাকিস্তান এক নম্বর দল, আমরা নয় নম্বর। কিন্তু আমরা আরও ভালো পারফর্ম করতে চেয়েছি। যেটা আমরা করতে পারিনি। আমাদের সম্ভাবনা ছিল, প্রতিভা ছিল, কিন্তু প্রয়োগ করতে পারিনি। তারা আমাদের থেকে ভালো করেছে। নিজেদের পারফরম্যান্সে আমি খুব হতাশ। আমরা আসলে এরচেয়ে ভালো দল। পাকিস্তানকে কৃতিত্ব দিতে হবে। প্রথম ম্যাচে আমরা কিছুটা লড়াই করেছিলাম। পরের ম্যাচে আমরা লড়াই করতে পারিনি। তারা সহজেই জিতেছে। এখন আমাদের সবাইকে আলোচনায় বসতে হবে এবং ভাবতে হবে, কোথায় উন্নতি করা দরকার। এই একটা ফরম্যাট যেখানে আমাদের অনেক উন্নতির জায়গা আছে। আমাদের দলটা তরুণ। তাদের নিয়ে কাজ করতে হবে। আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য পর্যাপ্ত সুযোগ ও সময় দরকার। আশা করছি, ভবিষ্যতে এই তরুণরা দারুন খেলবে।’
সিরিজে প্রথম টি-২০ ম্যাচ ৫ উইকেটে ও দ্বিতীয়টিতে ৯ উইকেটে হারে বাংলাদেশ। তারপরও ব্যাট হাতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবাল। ২ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১০৪ রান করেছেন তিনি। প্রথম ম্যাচে ৩৪ বলে ৩৯ রান করেন তামিম। দ্বিতীয় টি-২০ ম্যাচে আরও বড় ইনিংস খেলেছেন তিনি। ৫৩ বলে ৬৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই ুেহরে যাওয়া সিরিজ থেকে তামিমের ব্যাটিংকে প্রাপ্তি হিসেবে দেখছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘এই সিরিজে প্রাপ্তি মনে হয় একটু কম। প্রাপ্তি যদি বলতে হয়, তবে আমি শুধুমাত্র তামিমের ব্যাটিংকেই বলব। কারণ উইকেটের আচরণ বুঝেই সেভাবে ব্যাটিং করেছে সে। তামিম তার অভিজ্ঞতা নিয়ে সামনে এগিয়ে এসেছে। কিন্তু পুরো ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। যদিও উইকেট ব্যাটিং সহায়ক ছিল না। তারপরও আমার মনে হয়, এই উইকেটে ভালো করার সমার্থ্য আমাদের ছিলো।’
ব্যাটসম্যানদের মধ্যে শুধু তামিমের প্রশংসা করলেও, নিজ দলের বোলারদের প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ, ‘আমার মনে হয় বোলিং ইউনিটের কথা বলতে গেলে, দলের বোলাররা মোটামুটি ভালোই করেছে। প্রথম ম্যাচে বোলাররা বেশ ভালো বোলিং করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা ব্যাটিংয়ে বড় কিছু করতে পারিনি, তাই বোলারদেরও তেমন কিছু করার ছিলো না।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone