সড়ক দুর্ঘটনায় কলকাতার অভিনেতা অঙ্কুশ
সোশ্যাল মিডিয়ায় একটি দুমড়ে মুচড়ে যাওয়ার গাড়ির ছবি পোস্ট করেছেন টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরা।
অনেকেই মনে করতেন পারেন সিনেমার কোনো দৃশ্য এটি।
কিন্তু অঙ্কুশ জানিয়েছেন, এটি তার ব্যবহৃত গাড়ি। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিনি।
কীভাবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সে অভিজ্ঞতাও ভক্তদের জানালেন অঙ্কুশ।
তিনি বলেন, ‘গত মঙ্গলবার রাতে কলকাতার হাইওয়েতে আমার গাড়িকে একটি লরি সজোরে ধাক্কা মারে। এতে আমার গাড়ির বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পরই আমার নিরাপত্তারক্ষী গিয়ে লরি চালককে চেপে ধরেন। দেখা যায় ওই চালক মদ্যপ ছিলেন। তিনি ঠিক করে কথাও বলতে পারছিলেন না। অনেকটা বেসামাল অবস্থা ছিল তার।’
অঙ্কুশের দাবি, চালকটি ৯০% অ্যালকোহল খেয়েছিলেন এবং সেই কারণেই এমন ভয়াবহ ভাবে গাড়ি চালাচ্ছিলেন।
নিজের ঘটনা বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে অঙ্কুশ অভিযোগ করেছেন, ভারতের হাইওয়েতে লরি চালকদের বেশিরভাগই মদ্যপ থাকেন। যে কারো সঙ্গে দুর্ঘটনা ঘটতে পারে। এটা শুধু আমার বেলায় ঘটেছে এমন নয়। আজ আমি বেঁচে গেছি। কিন্তু এমনটা চলতে থাকলে অনেকেই মারা যাবেন।
শুধু চালকদের বিরুদ্ধে নয়; হাইওয়ে পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন জনপ্রিয় এই অভিনেতা।
ঘটনার পর পুলিশ সেখানে উপস্থিত হলেও ওই মদ্যপ চালকের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেননি তিনি।
তিনি বলেন, পুলিশকে ডাকা হলে পুলিশ এসে ড্রাইভারকে শুধু বলেছেন, ‘ই বাবা, একজন সেলিব্রিটির গাড়িতে শেষমেশ ধাক্কা দিলি!’।
এদিকে অঙ্কুশের এ দুর্ঘটনার কথা জানার পর টালিউডের অনেকেই চিন্তিত হয়ে পড়েন। অনেক অভিনেতাই তার খোঁজ নিয়েছেন।
সেজন্য ইনস্টাগ্রামে অঙ্কুশ জানিয়েছেন, এ ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও তিনি সুস্থ আছি।