চীনে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড় পেল ৮৯২ করোনাভাইরাস রোগী
চীনে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৮৯২ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সুস্থ হওয়ার পর মঙ্গলবার তাদের ছেড়ে দেয়া হয়। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার একথা জানায়। খবর সিনহুয়ার।
জাতীয় স্বাস্থ্য কমিশন তাদের প্রাত্যহিক প্রতিবেদনে জানায়, সুস্থ হয়ে উঠায় মঙ্গলবার ২৬২ জনকে হাসপাতাল থেকে চলে যেতে দেখা যায়। এদের ১২৫ জন হুবেই প্রদেশের বাসিন্দা।
দেশটিতে মঙ্গলবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৪৯০ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৩১টি অঞ্চলে ২৪ হাজার ৩২৪ জন ।
Posted in: আর্ন্তজাতিক