২৮ মার্চ শুরু হবে চ্যাম্পিয়নশীপ লীগ ফুটবল
আগামী ২৮ মার্চ রাজধানীর কমলাপুরস্থ বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ফুটবল (বিসিএল)।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্য্যনির্বাহী কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাফুফের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।
টুর্ণামেন্টে মোট ১৪টি ক্লাব অংশগ্রহন করবে। লীগের দল বদল অনুষ্ঠিত হবে ১০ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত। লীগ শেষে একটি ক্লাব প্রিমিয়ার লীগে উন্নীত হবে এবং দুটি ক্লাবের অবনমন ঘটবে।
Posted in: খেলা