প্রথম সেশনে জোড়া আঘাত আবু জায়েদের
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে নিজেদের ব্যাটিং ইনিংস শুরু করে পাকিস্তান। দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ২ উইকেটে ৯৫ রান করেছে স্বাগতিকরা। পাকিস্তানের পতন হওয়া দু’টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেসার আবু জায়েদ।
ইনিংসের দ্বিতীয় ওভারেই পাকিস্তানের ওপেনার আবিদ আলিকে শুন্য রানে বিদায় দেন জায়েদ। উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন আবিদ।
দলীয় ২ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়েন পাকিস্তানের আরেক ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আজহার আলি। ৩৪ রান করা আজহারকেও শিকার করেন জায়েদ।
মাসুদ ৫৯ ও বাবর আজম শুন্য রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন-বিরতিতে যান। বাংলাদেশের জায়েদ ২২ রানে ২ উইকেট নিয়েছেন।