বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বগুড়ায় মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা

বগুড়ায় মুজিববর্ষ উপলক্ষে আলোচনা সভা 

observerbd.com_1581144106

মুজিববর্ষের উপর ভিত্তি করে শুক্রবার রাতে বগুড়ার সাংস্কৃতিক সংগঠন “আমরা ‘ক’জন শিল্পী গোাষ্ঠীর উদ্যোগে গত শুক্রবার রাতে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও নৃত্যালেখ্য ‘আমি জন্মেছি বাংলায়’।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিকও কর্মময় জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাদ্য অধিদপ্তরের মহা পরিচালক সারওয়ার মাহমুদ। প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে সকলকে দুর্নীতি মুক্ত দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। যে মানুষটি সংগ্রাম করে এ দেশকে স্বাধীন করেছে তাকে স্মরণ করে ত হবে। দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের দেশ বিশে^র বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ অগ্রযাত্রাকে ধরে রাখার দায়িত্ব আমাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) উজ্জ্বল কুমার ঘোষ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু,জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, “আমরা ‘ক’ জন শিল্পী গোষ্ঠীর সভাপতি আব্দুল মবিন জিন্নাহ প্রমুখ।
আমরা ক জন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা মনোমুদ্ধকর ৮ টি নৃত্য পরিবেশন করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone