আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে তিন দল সমান ভোট পেয়েছে
আয়ারল্যান্ডে শনিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে প্রধান তিনটি দল সমান ভোট পেয়েছে। নির্বাচন পরবর্তি জরিপে একটি সংস্থা এ পূর্বাভাস ব্যক্ত করেছে। এতে করে পরবর্তি সরকার গঠন করা কঠিন হবে। খবর এএফপি’র।
গ্রিনিচ মান সময় ২২০০ টায় এ ভোট গ্রহণ শেষ হলে পিএসওএস এমআরবিআই জরিপের ফলাফলে জানায়, ক্ষমতাশীন প্রধানমন্ত্রী লিও ভারাদকারের ফাইন গেইল পার্টি, তার ডানপন্থি প্রতিদ্বন্দ্বি দল ফিয়ান ফেইল এবং বামপন্থী সিন ফেইন দল প্রত্যেকেই ২২ শতাংশ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছে।
Posted in: আর্ন্তজাতিক