বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » সব বয়সের মানুষকে বই পড়ার আহবান ফজলে রাব্বী মিয়ার

সব বয়সের মানুষকে বই পড়ার আহবান ফজলে রাব্বী মিয়ার 

132828child_kalerkantho_pic

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সব বয়সের মানুষকে বই পড়ার আহ্বান জানিয়েছেন ।
আজ বইমেলা প্রাঙ্গণে দুজন কবি ও লেখকের বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এ আহবান জানান।
এর মধ্যে আমেরিকা প্রবাসী লেখক ড. বিমল সরকার রচিত অস্তিত্বের আমি, অনুভূতির সুবাস নামক দুটি কাব্যগ্রন্থ এবং নূরেকাওসার তালুকদার অনুপা রচিত বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বসন্ত এসে গেছে নামক দুটি গ্রন্থ রয়েছে।
ডেপুটি স্পিকার বলেন, জ্ঞানার্জনের বিকল্প বই ছাড়া আর কিছু হতে পারেনা। তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হলেও বই পড়েতে হবে। এসময় তিনি সব বয়সের মানুষদের লাইব্রেরি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
লেখকের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ড. বিমল আপাদমস্তক একজন অসাম্প্রদায়িক মানুষ। বিমল সরকার বাংলার মাটি ও মানুষের জন্য নিবেদিত। বিদেশে থেকেও তিনি দেশ ও দেশের মানুষের কথা ভুলে যাননি। তার কাব্যে সেই দেশপ্রেমের অনুভুতি ফুটে উঠেছে।
তিনি বলেন, ‘এই বইগুলো হতে আমাদের একটি করে বই কেনা উচিত। কারণ এই বই হতে অর্জিত সকল অর্থই মানবতার সেবায় নিবেদিত হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone