বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হলো : আকবর

বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হলো : আকবর 

10c29e29f8b25fa82ce741f6580a8053-5e40fde8bd922

বিশ্বকাপ জয়ের স্বপ্ন সত্যি হলো, ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট পরার পর এমন মন্তব্যই করেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলি। গতরাতে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমের ফাইনালে বৃস্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুন্যের ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করেন আকবর আলি। অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ফলে প্রথমবারের মত বিশ্বকাপ আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকবর বলেন, ‘স্বপ্ন আমাদের সত্যি হলো। এটা আমাদের গত দুই বছরের কঠোর পরিশ্রমের ফসল। কোচিং স্টাফদের আমি ধন্যবাদ দেওয়াটা যথেষ্ট মনে করি না, তারা মাঠ ও মাঠের বাইরে আমাদের জন্য অনেক কিছু করেছেন। বোলাররা আমাদের কাজটা সহজ করে দিয়েছে। যেটা করেছে, সেটা আসলে হওয়ার কথা ছিল না। আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা হলো, তবে এটা তো কেবল শুরু। আশা করছি, এই শুরুর সাফল্যটা আমাদের অব্যাহত থাকবে।’
মাঠে আসা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি আকবর, ‘যারা এখানে এসেছেন, আমাদের সাহস যুগিয়েছেন, তারা আমাদের ১২তম সদস্য হিসেবে কাজ করেছেন। আমরা তাদের অভিবাদন জানাই।’
জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এ সময় উইকেটে যান আকবর। টেল-এন্ডারদের সাথে ওপেনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে দুর্দান্ত লড়াই করেন তিনি। প্রথমে আহত অবসর নেয়া ইমন ৪৭ রানে ফিরলেও দলের ভরসা হিসেবে উইকেটে থাকেন আকবর। শেষ পর্যন্ত বৃষ্টির কারনে নতুন টার্গেট ১৭০ রান স্পর্শ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি। তাই ঐ অবস্থায় বড় জুটি ও এক প্রান্ত আগলে খেলাটাই প্রধান লক্ষ্য ছিলো আকবরের। নিজেকে প্রমানের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। আকবর বলেন, ‘যখন আমি উইকেটে যাই, আমাদের জুটির দরকার ছিল। আমি সঙ্গীদের বলেছিলাম, উইকেট হারালে আমরা বিপদে পড়ব। আমরা জানতাম, ভারত সহজে ছাড় দেবে না। রান তাড়া করা কঠিন হবে। তবে আমি এমন একজন মানুষ যে কি না সব কিছুকেই সহজভাবে দেখি। টুর্নামেন্টের প্রথম ভাগে আমি সেভাবে ব্যাটিং পাইনি। আজ সুযোগ পাওয়ার পর চেয়েছি কিছু একটা করতে।’
ম্যাচ শেষে মাঠের মধ্যে ভারতীয়দের সাথে বাক-বিতন্ডা হয় বাংলাদেশের। এ ব্যাপারে আকবর বলেন, ‘আমাদের কয়েকজন বোলার কিছুটা আবেগী হয়ে পড়েছিল। যা হয়েছে ঠিক হয়নি। আমি ভারতীয় দলকে অভিনন্দন জানাতে চাই। তারা পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone