৬ মাসের জন্য মাঠের বাইরে দেম্বেলে
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গতকাল অস্ত্রোপচার হয়েছে বার্সেলোনার ফরাসি উইঙ্গার ওসমানে ডেমবেলের। জানা গেছে, মাঠে ফিরতে ফিরতে ছয় মাস লেগে যাবে তাঁর অথচ এই বার্সেলোনায় আসার জন্য কত–কীই না করেছিলেন ডেমবেলে!
চলতি মৌসুমে আর মাঠে দেখা যাবে না দেম্বেলেকে। গুরুতর হ্যামস্ট্রিং চোটের জন্য ৬ মাসের জন্য ছিটকে গেছেন ২২ বছর বয়সী তারকা।
মঙ্গলবার বার্সেলোনা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফিনল্যান্ডে দেম্বেলের অস্ত্রোপাচার হয়েছে জানায়।
দেম্বেলে নতুন চোট পেয়েছেন গত সপ্তাহে, দলের সঙ্গে অনুশীলনের সময়। এর আগে তিনি দীর্ঘদিন উরুর চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন। কিন্তু ফেরার আগেই উল্টো আরেকবার চোট পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরেই চলে গেলেন।