বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » প্রোটিয়াদের রোমাঞ্চকর জয় এনে দিলেন এনগিডি

প্রোটিয়াদের রোমাঞ্চকর জয় এনে দিলেন এনগিডি 

_110883639_wicketpic

_110883639_wicketpic

স্টেইনের রেকর্ডের ম্যাচে শেষ ওভারে আলো ছড়িয়েছেন পেসার লুঙ্গি এনগিডি। এতে ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেছে প্রোটিয়া শিবির।দারুণ লড়াই করেও তাই জিততে পারল না ইংলিশ শিবির।

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে ১৭৮ রানের টার্গেটে নেমে ১৮ ওভারে শেষে ৫ উইকেটে ১৫৫ রান তোলে ইংল্যান্ড। শেষ ১২ বলে ২৩ রান দরকার ছিল ইংল্যান্ডের। ক্রিজে তখনও ছিলেন অধিনায়ক ইয়ন মরগান ও মঈন আলী। প্রথম দুই বলে দুটি সিঙ্গেল তোলার পর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে মরগানের ব্যাট থেকে যথাক্রমে ৪, ৪ ও ছক্কা আসে। এতে শেষ ৭ বলে স্কোরবোর্ডে ৭ রান তুলতে হতো সফরকারীদের। তবে ১৯তম ওভারের শেষ বলে ‘ডেঞ্জারম্যান’ মরগানকে ৫২ রানে বিদায় করেন হেনড্রিকস।

পরের ওভারে দ্বিতীয় বলে টম কুরানকে আউট করেন এনগিডি। শেষ দুই বলে ইংলিশদের দরকার ছিল ৩ রান। পঞ্চম বলে এনগিডি বোল্ড করেন মঈন আলীকে। এতে শেষ বলে ২ রান করলে ম্যাচ টাই, আর জেতার জন্য দুইয়ের অধিক রান নিতে হতো ইংলিশদের। তবে এনগিডির বলে দুই রান নিতে গিয়ে রানআউট হন আদিল রশিদ। এতে ৯ উইকেটে ১৭৬ রানে ইংল্যান্ডকে আটকে দিয়ে শ্বাসরুদ্ধকর ১ রানের জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা।

 

 

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭৭/৮ (বাভুমা ৪৩, ডি কক ৩১, ফন ডার ডাসেন ৩১, মিলার ১৬, স্মাটস ২০, ফেলোকওয়ায়ো ১৮, প্রিটোরিয়াস ১, হেনড্রিকস ০, স্টেইন ৫*; মইন ৪-০-২২-১, কারান ৩-০-৪১-১, উড ৩-০-৩২-১, জর্ডান ৩-০-২৮-২, রশিদ ৪-০-২৩-১, স্টোকস ৩-০-২৪-১)

ইংল্যান্ড: ২০ ওভারে ১৭৬/৯ (রয় ৭০, বাটলার ১৫, বেয়ারস্টো ২৩, মর্গ্যান ৫২, ডেনলি ৩, স্টোকস ৪, মইন ৫, কারান ২, জর্ডান ০*, রশিদ ১; স্টেইন ৪-০-৩৩-১, এনগিডি ৪-০-৩০-৩, স্মাটস ১-০-২২-০, ফেলুকওয়ায়ো ৪-০-৩২-২, শামসি ৪-০-২৫-০, হেনড্রিকস ৩-০-৩৩-২)

ফল: দক্ষিণ আফ্রিকা ১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: লুঙ্গি এনগিডি

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone