ইনজুরি টাইমে পেনাল্টি থেকে পরাজয় এড়াল জুভেন্টাস
ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সুবাদে পরাজয় এড়াল জায়ান্ট জুভেন্টাস। এর মধ্য দিয়ে গোলের ধারা অব্যাহত রেখেছেন রোনালদো। এ নিয়ে সর্বশেষ আট ম্যাচ থেকে ৩৫ বছর বয়সি রোনালদো সব প্রতিযোগিতার ১২টি গোল করতে সক্ষম হয়েছেন।
ম্যাচের অধিকাংশ সময় নিয়ন্ত্রনে রেখে জয়ের খুব কাছে এসেও ৭১ মিনিটে থিও হার্নান্দেজের লাল কার্ড দেখার মাসুল দিতে হয়েছে এসি মিলানকে। এখন এলিয়াঞ্জ স্টেডিয়ামে আগামী মাসে ফিরতি লেগের ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামতে পারবে জুভেন্টাস। এতে সফল হলে ফাইনালে ইন্টার মিলান কিংবা নাপোলিকে প্রতিপক্ষ হিসেবে পাবে তারা।
ম্যাচের ৬ মিনিটে আন্তে রেবিচের গোলে এসি মিলান এগিয়ে গেলে এ্যাওয়ে ম্যাচে টানা তৃতীয় হারের শঙ্কায় পড়ে জুভেন্টাস (১-০)। দশ মিনিট পর ডিফেন্ডার থিও হার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিক এসি মিলান। এতেই তাদের উপর চেপে বসে জুভেন্টাস।
আগেরদিন বুধবার সানসিরোতে নাপোলি ১-০ গোলে ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালের সুবাস নিতে শুরু করেছে। দলের হয়ে জয়সুচক গোলটি করেছেন ফ্যাবিয়ান রুইজ। সেমি ফাইনালের ফিরতি লেগের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ৪ ও ৫ মার্চ। আগামী ১৩ মে রোমের স্তাদিও অলিম্পিয়াকোয় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।