ইংল্যান্ডের দুর্দান্ত জয়
ইংল্যান্ডের জন্য সিরিজে সমতা আনার লড়াই অন্যদিকে সিরিজ জয়ের অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকা । টান টান উত্তেজনায় শেষ হল দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি।
কিন্তু তাদের হতাশ করে শেষ ২ বলে ২ উইকেট নেন বাঁহাতি পেসার। তাতেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। পিট্রোরিয়াসকে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ হন এবং শেষ বলে ফর্টুন ক্যাচ দেন আদীল রশিদকে।
ইংলিশ ওপেনার জেসন রয় শুরুতে ২৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনে নামা জনি বেয়ারস্টো ১৭ বলে করেন ৩৫ রান। শেষ দিকে দলের রান বাড়ান বেন স্টোকস ও মঈন আলী। ৩০ বলে ৪৭ রান করেন স্টোকস। শেষ ঝড়টা তোলেন মঈন আলী। ১১ বলে ৩ চার ও ৪ ছক্কায় করেন ৩৯ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ২০ ওভারে ২০৪/৭ (রয় ৪০, বাটলার ২, বেয়ারস্টো ৩৫, মর্গ্যান ২৭, ডেনলি ১, স্টোকস ৪৭*, মইন ৩৯, জর্ডান ৭, কারান ০*; ফোরটান ২-০-১৫-০, হেনড্রিকস ৩-০-৪৫-০, এনগিডি ৪-০-৪৮-৩, ফেলুকওয়ায়ো ৪-০-৪৭-২, শামসি ৪-০-৩০-১, প্রিটোরিয়াস ৩-০-১৭-১)
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ২০২/৭ (বাভুমা ৩১, ডি কক ৬৫, মিলার ২১, ফন ডার ডাসেন ৪৩*, স্মা টস ১৩, ফেলোকওয়ায়ো ০, প্রিটোরিয়াস ২৫, ফোরটান ০; মইন ৩-০-৩৬-০, কারান ৪-০-৪৫-২, জর্ডান ৪-০-৩১-২, রশিদ ৩-০-৩৪-০, উড ৪-০-৩৯-২,স্টোকস ২-০-১৬-১)
ফল: ইংল্যান্ড ২ উইকেটে জয়ী।
ম্যাচসেরা নির্বাচিত হন মঈন আলী।