বিএনপি-জামায়াতের সাথে আওয়ামী লীগের কখনো ঐক্য হতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী হত্যা ও নিগৃহীত হওয়ার ঘটনার উল্লেখ করে বলেছেন, বিএনপি-জামায়াতের সাথে আওয়ামী লীগের কখনো ঐক্য হতে পারে না।
গত ৯ জানুয়ারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ স ম ফিরোজ তা সমর্থন করেন।
গত ৯ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সরকারি দলের এ কে এম শাহজাহান কামাল, কাজী কেরামত আলী, এম আবদূল লতিফ, আছলাম হোসেন সওদাগর, এম এ মতিন, আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, হাসিবুর রহমান স্বপন, কাজী নাবিল আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, সেলিমা আহমেদ, ওয়ার্কর্স পার্টির ফজলে হোসেন বাদসা, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, বিএনপির মোশাররফ হোসেন, গণফোরামের মোকাব্বের খান ও তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইভান্ডারি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যাদের হাত লাখ লাখ নারী পুরুষের রক্তে রঞ্জিত, যারা এ দেশের মা বোনদের ইজ্জত হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তাদের দোসরদের সাথে কখনও ঐক্য হতে পারে না।
তিনি বলেন, বিএনপি- জামায়াত সরকার আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু করা হয়েছে। সে সময় হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছিল। অসংখ্য বাড়ি ঘর স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছিল। সর্বশেষ ২০১৪ সালে সারা দেশে আগুন সন্তাস চালিয়ে অসংখ্য নারী, পরুষ ও শিশুকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। এরা এখন ঐক্যের কথা বলেন। এদের সাথে কখনও ঐক্য হতে পারে না।