বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » গেতাফেকে হারালো বার্সেলোনা

গেতাফেকে হারালো বার্সেলোনা 

mini_FCBarcelona-RCDMallorca5-2J16Lliga1aDivisi20192020_pic_2019-12-07barcelona-mallorca63

 

লা লিগায় শনিবার কাম্প নউয়ের ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা ।আতোঁয়া গ্রিজম্যান ও সার্জিও রবার্তোর করা প্রথমার্ধের দুই গোল পুঁজি করে গেতাফেকে হারালো বার্সেলোনা। দলের জয়ে গোল না পেলেও প্রথম গোলে ভূমিকা রাখেন লিওনেল মেসি। ২-১ গোলে পাওয়া এই জয়ে শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানও ঘুচিয়ে নিল কাতালান জায়ান্টরা।

এদিকে অল্পের জন্য গোল হজমের হাত থেকে বেঁচে যাওয়ার পর গুছিয়ে আক্রমণ শানাতে শুরু করে বার্সা। ফলও আসে ১০ মিনিট পরেই। ম্যাচের ৩৩তম মিনিটে মেসির অসাধারণ এক পাস গোলমুখের সামনে পেয়ে গেতাফের গোলরক্ষকের শরীরের উপর দিয়ে জালে পাঠিয়ে দেন গ্রিজম্যান।

 এগিয়ে যাওয়ার ৬ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো। বাঁদিক থেকে বিপজ্জনক এক ক্রস দিয়েছিলেন ফিরপো। কিন্তু যাকে উদ্দেশ্য করে বাড়ানো এই ক্রস, সেই আনসু ফাতি বলের কাছে ঘেঁষতে পারেননি, কিন্তু তার পেছনে থাকা রবার্তো ঠিকই গেতাফে গোলরক্ষক সোরিয়াকে পরাস্ত করেন।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর বার্সার চেয়ে গোলের জন্য বেশি মরিয়া হয়ে ওঠে গেতাফে। এবং কাঙ্ক্ষিত ফলও এসে যায় ৬৬তম মিনিটে। পিকে আর রবার্তোকে বোকা বানিয়ে দারুণ এক সাইড ভলিতে ১৬ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন গেতাফের স্ট্রাইকার আনহেল রদ্রিগেস।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone