জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো স্কোয়াডে নেয়া হয়েছে দুই অনভিষিক্ত ক্রিকেটারকে। এছাড়া দলে ফেরানো হয়েছে আরও দুই ক্রিকেটারকে।
নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গত বিপিএলে গতির ঝড় তোলা পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার ইয়াসির আলী। হাসান পাকিস্তান সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেলেও, কোনো ম্যাচ খেলা হয়নি। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
Posted in: খেলা